নারায়ে হায়দারি
     ইয়া আলী, ইয়া আলী।
মোস্তফা নবীর জান আপনি,
   আপনারা ভাই তখনই -
যখন সৃষ্টি হয়নি আদম নবী।


মোবাহেলার মাঠে
    বাহাস হবে খ্রিস্টান পাদ্রি দের সাথে,
আল্লাহ বলেন জান সমূহ নিয়ে যান
    জানের স্থানে রাসুল পাক আপনাকে চান।


দেহের সাথে মাথার সম্পর্ক যেমন,
      রাসুল বলেন আলীর সাথে আমার ও তেমন।
আসাদের নাই সাধ্য বলা,আপনার শান-
     আল্লাহর হাত কে?জানেন যারা,তাদের প্রণাম।


আল্লাহ বলেন ইবলিস কে
    আদম কে বানিয়েছি আমি নিজ হাতে,
মওলা আলীর উপাধি কি কি,
   একটু জানার চেস্টা করেছি কি?


রাসুল পাকের উম্মত মোরা
    আপনি হলেন পথের দিশারি (হাদী)
নারায়ে হায়দারি,
ইয়া আলী। ইয়া আলী।