খুব সকালে উঠে
গোসল সেরে
নতুন জামা কাপড়,
চোখে সুরমা
গায়ে লাগাবো আতর।


গরম গরম লাচ্চা- সেমাই
রাতে খোরমা দুধে ভেজাই,
সকালে একটু মিস্টি মিঠাই
নিজে খেয়ে প্রতিবেশীদের খাওয়াই।
রোজার ইদের খুশি সকলে বিলাই।


মাঠে গেলে আছে যত বন্ধু
হয়তো আছে পুরাতন জামা একটু,
তোমার সাধ্য মত
দিও তোমার যত।
প্রতিবেশীদের হাসি ফুটাও শতশত।