জলে থাকে দৈত্য দানব
উপরে জ্বীন পরী সব,
আসমানে তারারা
জমিনে আমরা,
এই হলো রাতের জগৎ।


ফুটেছে ফুল জানালার পাশে
বাতাসে তার ঘ্রাণ আসে,
পুকুর পাড়ে
কে হাসে!
পরীদের কি আজ মেলা বসেছে!


দেখতে যদি মোদের বাড়ি এসে,
উড়ে উড়ে এপাড় হতে ওই পাড়ে ভাসে,
জ্যোৎস্না রাতে,
থাক ওঁৎ পেতে,
তিন চার দশক আগে,তা বাস্তবে দেখা গেছে।