অত্যাচার
-
আসাদুর
-
মুক্তো খচিতো মুকুট মাথায়
ওহে রাজা মশাই বসে আছো আসনে,
কবে যাবে প্রজাদের দোরগোড়ায়
সময় থাকতে সুখ দুখের খবর তুই নে।
.
হিয়ার মাঝে চাপাকস্ট
বলিতে না পারে মুখে,
তাদের এক একটা নিশ্বাস যথেষ্ট
তোর পতনের ঘন্টা বাজছে দেখ সন্মুখে।
.
দলিত করে সজীব প্রাণ
হচ্ছে ভারি তোমার পাপের পরিমাণ,
আর কত মাঠ করবে শশ্মান
বাড়ছে শুধু মান অভিমান।