সুখের পরশে লুকিয়ে আছে কত অব্যক্ত ব্যাথা
চোখের জলের বিদায়ে নোয়ায়ে থাকত মাথা।
বুক ছিঁড়ে যায় তাহাদের রেখে আসতে
রাস্তায় শুধু তাহাদের ই মুখ খানা ভাসে।


চোখে পানি রেখে হাসি মুখে বিদায় দিবে,
দেখে শুনে যেয়ে রাস্তায় কিছু খেয়ে নিবে।
কস্ট জমানো মনে ছোটে জীবিকার অন্বেষনে
আবার দিন শুরু হয় মানুষ ও অমানুষের ভীড়ে।


সবারই রয়েছে কম বেশি বিয়োগ ব্যাথা
কার হয়তো বেশি কারো কম সহ্য ক্ষমতা।
কস্টের ওপরে কারো অমানবিক আচরণ
ভীষণ বেদনা দায়ক, আশেপাশে পরিবেশ এমন।