আদিতে,কেউ নেই, আছেন একক স্বত্তা,
রসুনের গুচ্ছমূলে আটকে থাকা কোয়া।


ইচ্ছে করেছে্ন, প্রকাশ হইবেন,
হও বললেন, ত - হয়ে গেলেন।
প্রশ্ন। কাকে হও বললেন?
কেহ নেই আদিতে ,তাহলে আদেশ কারে?


এক বলেন নি,বলিলেন আহাদ(অখন্ড)আমি,
খন্ড-খন্ড মিলিয়ে অখন্ড তিনি!
আহাদ হতে প্রকাশিত রুপ আহমদ,
আহমদে আছে আলী ও মোহাম্মদ।


আহমদ নুরি খন্ড ছিল আহাদের ভিতর,
মোহাম্মাদের ভিতর কে ছিলো, আছে কি সেই খবর?
আগুন-পানি-মাটি-বাতাস-আলো
এই দিয়ে সবকিছু সৃজন হলো।


যেখান হতে আসিলো সব কিছু
ফেরত যায় যদি পথ ধরে পিছু,
মিলিবে যেয়ে মোহাম্মাদে ,
তাহলে সব কিছু ছিল আহাদে।


ফানুসে যেমন আলো জ্বলে ,কাগজ চারিদিকে,
মাঝে মোহাম্মাদ নুর,
মওলা আলী,মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন
চারিপাশে রয় তাকে ঘিরে।


আমরা রুপে আছেন আল্লাহ শাহা রগের নিকটে,
পাক পাঞ্জাতন নিয়ে আমরা শব্দ,দেখ আল কোরাআনে।