স্মরণে অশ্রু ঝরে নয়নে
  ধর্ম শূন্য প্রেম বিহনে।
রাসুল পাকের দাঁত মোবারক শহীদ উহুদ ময়দানে
দাঁত ভাংগিলো একে একে ওয়ায়েজ করণী আশেকে।
ইহা ত প্রেম,
খুঁজে পাবেনা শরিয়তে।
রাসুল পাকের জুব্বা মুবারক উপহার পেলেন এই ধরাতে।


মানুষের রক্ত পান করা হারাম শরিয়তের বিধান।
যুদ্ধের ময়দানে রক্তাত রাসুল পাক,
রাসুল পাকের  রক্ত মাটিতে পড়বে! অসম্ভব,
সাহাবী করিলেন রক্ত পান।
কি দিবে ফতোয়া কি হবে শরিয়তের বিধান?
রাসুল বলেন আমার রক্ত যার শরীরে
সে যাবেনা জাহান্নামে, তাঁর জন্য জাহান্নাম হারাম।


প্রেমের ধর্ম সেরা ধর্ম
প্রেমিক ছাড়া কে করবে সেই কর্ম।
শরিয়তের বিধানে ফতোয়া দিওনা আশেকেরে,
মওলার স্মরণে যে অশ্রু ঝরে নয়নে।


ইমাম পাকের তরে রক্ত যে ঝরে -
সেই রক্ত মাখা কাপড় দিও মোর কবরে,
শরিয়তের মোল্লারা নাজায়েজ রব তুলিলে,
তাদের ফতোয়া কি দমায়ে রাখতে পারে আশেকেরে!
দিও কবরে ইমাম পাকের নামের গিলাফ চাদরে।