.
০৭/০৫/১৮
.
মনের কোনে জমছে বাসনা হয়ে পাহাড়ি,
জগদ্দল পাথরের মতো, তা সরাতে না পাড়ি।
.
দিনে দিনে বাড়ছে মনের কামনার ডাল-পালা,
বাসনা পূর্ণ না হলে বাড়ে মনের জ্বালা।
.
কামনার স্বভাব ই অসন্তুষ্ট করে ব্যাক্তি হৃদয়,
অসন্তুষ্টি থেকে ব্যাক্তির মনে ক্রোধের উদয়।
.
ক্রোধ থেকে জন্ম নেয় মোহ মায়া
বিবেক বুদ্ধি লোপ পেয়ে হয় তারা বেহায়া।
.
বুদ্ধিনাশ ব্যাক্তির দ্বারা ঘটে অনিস্ট কাজ,
ধীরে ধীরে শত্রুতে পরিণত হয় সমাজের চারিপাশ।
.
সমাজ শত্রুনাশ করিবার জন্য আঘাত করে
অন্তীমে এরুপ ব্যাক্তির পূর্ণতার পতন ঘটে।
.
ব্যাক্তির ধ্বংস নয় ধ্বংস করো মনের লালসা,
লোভ লালসাহীন মন দেখাতে পারে নতুন সৌন্দর্যময় আশা।