তোমার এতো শান - শওকত
রাজমহলে পাইক পেয়াদা শতশত।
ওগো রাণী সাহেবা আপনি
প্রজাকে ছাড়া চলেন না একটুখানি।
.
সারাদিন আদেশ করেন ইচ্ছেমতো,
সারাবেলার যতো রাগ -
অভিমান ছিলো
মুহুর্তেই প্রজা ভুলে গেলো
রাতের চাদরে ঢেকে নিয়ে যখন বলো উপরে ওঠো।
.
তুমি বিনা জগত স্তব্দ,
নিরবতা ভেংগেছে মা নামক শব্দ।
কখনো কামীনি,কখনো দেবী,কখনো মা তুমি
আরাধনা করি শুধু তোমারি।
যে কামীনি সে তো নয় দেবী,
সাড়ে তিনহাতের সোনার দেহের জন্য সর্বনাশী।
দেহের টানে দেহ টেনে নিলে
নীচুই রইলে,
নিজের সুখ ভুলে মায়ের মতো রুপ ধরলে, উচুতে উঠলে।
কামীনি নয়, পবিত্র জননী হলে
দেখবে সবাই ভালোবাসার প্রদীপ জেলেছে।