বাবু যখন খেতে বসে
লাল চেয়ারে,
যাও ডাক দাও -
আপুরে-দাদারে।

খেতে যখন চায় না
আমার লক্ষী সোনা,
নানু ডেকে বলে
কই রে আমার ভাই, টিয়া।

বাবু খেতে বসে যখন
রুচি তোমার রইল নিমন্ত্রণ।