লিখতে বসেছি বিষন্নতা মন নিয়ে,
জানো আমার ভিতরে কি জানি হয়,
কখনো নিরুদ্দেশ গন্তব্য কি আমার ভাগ্যে?


কেনো তোমরা আমার সাথে এমন করো?
আমি ত তোমাদের থেকে কিছু চাই না,
বলো একসাথে মিলেমিশে থাকতে নাহি পারো ?


জানো,জগতটা ভিষণ ফাঁকা
শূন্যগর্ভে সব বিলিন হবার অপেক্ষায়
এই দু' চোখে যায়না এসব দেখা।


আসো, এখান হতে নিয়ে মধুর স্মৃতি
রোমন্থন করিব মোরা, হারাবো না
যখন পরকালের সময়ের স্থিতি।


আসো না সবে স্বার্থের ঊর্ধ্বে উঠে
মিছে মায়া ত্যাগ করে,
প্রেম ভালোবাসায় আশেপাশ যেনো গড়ে।