তপ্ত রোদে হেঁটে চলে,গাছগাছালি নাহি মেলে,
পথিক পরিশ্রান্ত,বলে,চরণ আর নাহি চলে,
একটু বিশ্রাম যদি বৃক্ষ তলে,আহ!কস্ট যেতাম ভুলে।


পথিক কি খোঁজে? বৃক্ষলতা নাকি ছায়া?
ধু ধু বিরান পথে, মাথার উপরে নেই ছাতা,
পন করি ফেরার পথে আনব কিনে গাছের চারা।


বহুদিন বহুবছর পরে, সেই পথে আসিতে ইচ্ছে করে,
পাখপাখালি করে কিচিরমিচির মোরে দেখে।
মনে হলো শুভেচ্ছা  জানালো, বসলাম যখন বৃক্ষ ছায়াতে।


নিজের কস্টে অনুভূতি বেশি, নিজের উপকারে,
মন থেকে নিজের জন্য ভালো কাজ দেখ করে,
এতে অন্যের ও কাজে লাগে।


দেখি আমার ছায়া আমাকে অনুসরণ করে,
ভালো কাজের ও ছায়া সহ দুটির দেখা মিলে।
ছায়া দেখিতে চাইলে, দাঁড়াও তবে রৌদ্রে।