আয় কমেছে, ব্যয় বেড়েছে
দায় চেপেছে ঘাড়ে,
শাসক মশাই হয়ে কসাই
যাচ্ছে শোষণ করে!


ঘুম ভেঙে দেখি এখন
প্রতিদিন সকালে,
টাকার মান একটু একটু  করে
যাচ্ছে যে কমে।


দুর্নীতি আর চুরি
রাজকোষ হয় ফাঁকা,
ডলার কই ডলার কই
টাকার মান কমা।


চাইতে আসলে ডলার
বলে দাম বেড়েছে আজ,
আশি টাকায় দিত এক ডলার, এখন-
একশো বিশ টাকায় পাওয়া দুস সাধ্য কাজ।


চোরেরা বাড়ি করে বিদেশে
ডলার পাচার করে,
কি যুগ এলো,বুক ফুলিয়ে ঘোরে,
ছি! লজ্যা,চোর তোরা,শরম নাই রে?