.
ভিন্ন মতাদর্শ ধারণ করি,আমি-তুমি ও সে
ভিন্নতা-ভেদাভেদ থাকবে,থাকতেই হবে।
.
কেহ মজিলে মন্দতে,কেহ শুদ্ধপথে,
কেহ বা চুপচাপ, নিরপেক্ষতা অবলম্বনে।
.
পক্ষ-প্রতিপক্ষ থাকলে, সমাজের ভালো
যদি থাকে সন্মানবোধ,দূর হবে জঞ্জাল গুলো।
.
হানাহানি দেখছি আজি, দেশের অভ্যন্তরে
একে অপরকে দোষারোপ করে প্রাণভরে।
.
নেই শ্রদ্ধা সহিষ্ণুতা পরস্পরে,তাইতো মানবতা বিপন্ন
হিংসা-ঘৃণায় মোরা আচ্ছন্ন।
.
যে যার মতো চলি,সোজা- বাঁকা পথে
অন্যের মতাদর্শকে সন্মান করি সেই সাথে।
.
আমি আমার,তুমি তোমার
এই দৃস্টি থেকে সরে,স্লোগান হোক
তুমি তোমার, আমিও তোমার
থাকবে না তবে কোনো প্রশ্নবোধক।