চন্দ্র সূর্য মনে হয়  অন্ধকারে
কার সাথে যেন ফিসফিস করে,
কে আগে উদয় হবে
এই নিয়ে দোটানা করে।


বৃক্ষলতা যায় শুকায়ে
নদীর নাব্যতা যায় হারায়ে
একে একে যাচ্ছে মরে
প্রকৃতির এমন অবস্থা যেন তালা ঘরে।


বৈশাখী ঝড় হঠাৎ করে
মাথা তুলে আসছে তেড়ে,
গজব এবার দেখবে সবে
ঝড়ের সাথি আমি হব তবে।


করব আমি লণ্ডভণ্ড
মাথায় নিয়ে গুরু দন্ড,
কে সংগী হবে তবে,
তোমার সন্তান কে বলবে সবে
হে বীরের আওলাদ স্যালুট নিও।