দুই হাতে মুখ মুছে উদাস মনে
তাকিয়ে ওই উর্ধ্বে,আসমানে,
স্বপ্নের ঘরবাড়ি বন্যার স্রোতে
চেয়ে দেখা ছাড়া উপায় কি?  


কবে যেনো এসে বলে সোনার হরিণ দিয়ে দাও,
গ্যাস - বিদ্যুৎ, এরপর থাকার ঘরটাও।
সোনায় মোড়ানো এই বাংলা
প্রজারা সবাই কাপড় ছাড়া।


পশুদের কি পোশাক লাগে?
সোনাতে রয়েছে শুয়ে, এই কম কিসে।
চারিদিকে শুধু সোনা আর সোনা
শুধু পেটে যায় না ঠিকমতো দানা।


বড় বাবুরা খাচ্ছে, ওটা দেখে মাথাপিছু হিসাবে
সকলেই খায় পেট ভরে।
রাস্তা দিয়ে কি হবে গাড়ি না থাকলে
সোনার প্লেট দিয়ে কি হবে ভাত না থাকলে।


চুরি করে দোষ ঢাকে উন্নয়নে
ওটা তোর পিছন দিয়ে দে,
দু মুঠো খেতে যেনো পারি
দাম কমায়ে দে, দে, আর চুরি করিস নে।