স্বপ্নিল ঘোরে বিনিদ্র এক রজনী
উপহাস করে বলে, রংধনু রং-
মিশ্রিত হাজারো রং চোখে দিচ্ছে হাতছানি
তাইতো ঘুমহীন এই রাত্রি।


তুমি এতো স্বপ্নলোক ঘুরে কি পেয়েছ?
স্বপ্ন ঘোর হতে বের হতে পেরেছ কি?
পেয়েছ কি স্থিরচিত্ত মন?
স্বপ্নঘোর হতে কি বের হতে চাও?


সব ছেড়ে যেদিন তুমি একা হবে
সেদিনের সেই চরম সত্য ক্ষনে
বুঝবে, স্বপ্নময় রাত গেছে পালিয়ে,
মরণ সেই চরম সত্য, সপ্নকে যাবে ছাড়িয়ে।