শর্তহীন সুখ
-আসাদুর
.
জীবন কাটুক হেসে খেলে,আহ কি মধুর
কটুকথা-হিংসুক, ঝগড়াটে, বেদনা বিধুর।
মনে পড়ে একাকিক্ষনে,আনন্দ পেয়েছি যাহাতে
ভুলে যেতে চাই, বিষাদময় ক্ষণ গুলোকে।
.
মনছুটে যায় আপন ধ্যানে, শর্তহীন আনন্দে
পিছুটান আছে শুধু, নিয়মের বেড়াজাল যেখানে।
দেখেছি কত মানুষ, এসেছে আপন ইচ্ছায়
কেউ ডাকেনি খেলার মাঠে, এসেছে আনন্দের নেশায়।
.
জনসভায় বিজ্ঞজনের মেলা, হয় জ্ঞানের কথা
আনন্দ যে নেই, তাই ও দিকে পা মাড়াই না।
ছুটেছি একটু সুখের ভেলা খোঁজে, যদি পাই এবেলা
সুখ পেয়েছি সেথায়, যেথায় ক্ষমাশীলদের মেলা।
২৭/১২/১৭