আজ বিজয়ের সুবর্ণ জয়ন্তী মোদের -
পরাজয়ের গ্লানি তোদের,
ঊনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে -
বিজয় আসে মোদের ষোল-ই - ডিসেম্বরে।


মুক্ত মোরা পেলাম লাল সবুজ পতাকা -
পৃথিবীর মানচিত্র আঁকিল বাংলাদেশ নামটা,
দিনে দিনে গত হইয়াছে পঞ্চাশটি বছর,
দেখো আজ মোরা অভিনন্দিত দেশ হতে দেশান্তর।


বিজয়ের সেই গান গুলি,
যেনো শহিদদের পদ ধুলি-
গায়ে মেখে ধন্য ধন্য বলি।


প্রজন্ম মোরা রক্ত গরম করি-
তোমাদের সাহসী দেশ প্রেমের গল্প বলি,
মাথার তাজ হয়ে থাকবে তোমরা -
দেশ মাতৃকার তরে উৎসর্গ যাহারা।


বিজয়ের সেই নক্ষত্র গুলি-
পাই যেনো তোমাদের পদ ধুলি,
বাংলাদেশের জয়ে বলি
জিন্দাবাদ বাংলাদেশ-
মাথা উঁচু রাখবো, শক্ত করে ধরে পায়াগুলি।।