প্রেমের থেকে হইলো উদয়,
মোহাম্মাদ নবীর ইশকে
এই বিশ্বজগত পয়দা হয়।
.
জগতে দিলেন প্রেমের মায়া
করিয়া সৃস্টি, মাখলুকাত জোড়া জোড়া।
নবী (স:) কে পাঠালেন প্রেম বীজ বুনতে
ছায়া হীন যে তার কায়া।
.
দিলেন শরিয়তের বিধান তাতে
প্রেমে কি আর পারে আইন থাকতে?
দিলে নিয়মের বেড়া, করতে হবে ভয়,
ওহে রাব্বানা, ভয় থাকলে কি প্রেমের জয় হয়!
.
কৃষ্ণের প্রেমে রাধা ব্যাকুল
বাশির সুরে হয়ে আকুল
,
ভ্রমর কালো, রাধা ভাবে কৃষ্ণ উড়িলো।
কৃষ্ণ ছিলো কালো, অন্ধকারে কৃষ্ণ ভেবে, রাধা ছুটিতে থাকিলো।
কৃষ্ণ তো সবখানে, ভেদ বুঝিতে হবে,
ওই ভ্রমরে কৃষ্ণ না থাকিলে, সে কি উড়তে পারে?
এতো রাধা কৃষ্ণের প্রেম নয়
সৃস্টি- স্রস্টার প্রেমের কথা কয়।
.
মোহাম্মাদ নবীর প্রেমে দুনিয়া পয়দা হয়,
প্রেমের টানে আযাযিল, অভিশাপের মালা গলেতে পড়ায়।
.
আদম বানিয়ে, বলিলেন আল্লাহ
সে হবে আমার খলিফা।
সেই আদম থুয়ে
ভালোবাসা কারে দেখাও যেয়ে।
যেতে হবে সেথা
আদি আদম আছেন যেথা,
আছি বনিয়াদি আদম
সূক্ষ্ম প্রেমে হবি আদি আদম।
মানুষ থুয়ে আল্লাহ্ খোঁজেন,
মানুষের শাহ রগের চেয়ে ও নিকটে
আল্লাহ আছেন।