পুকুরপাড়ে বড়ই গাছ,গাছে করে পেত্নী বাস।
হেলেদুলে দুই বন্ধু,
একজন খুবই ভীতু,
দাঁড়াও শব্দ করে কে! গোসল করতেছে কে পুকুরে।
উঁহু দোস্ত আমার ডর ডর লাগে।


পাঁচ ব্যাটারির লাইট শক্ত করে ধরে,
অন্ধকারে লুকিয়ে,
পানিতে পা নেই, বেশ উপরে,
শুধুই গায়ে পানি ঢালে।
লাইটের আলোয় শাঁ করে গাছের আগালে।


এক দৌড়ে বাড়ি আসে, দোস্ত তোর সাহস খুবরে
কি হয়েছে কি হয়েছে,উৎসুক বাড়ির লোকে।
হয়নি কিছু
লেগেছি পেত্নীর পিছু,
ওই বড়ই গাছে থাকে।
ধুর ভুত পেত্নী বলতে নাহি কিছু, তবে জ্বিন আছে।


পড়েছিলাম এক জ্বীনের সামনে,সাদা ধবধবে,
দুই পা তার দুই ধারে,লম্বায় আসমান ছুঁয়ে।
ভয় না পেয়ে সাহস করে
আসছি যখন ঘরে,
বাবা শুনে বলিল,ভয় না পেলে কিছুই হবিনে।
তবু কিছু সুরা পড়ে দিল দম,
বটগাছটায় জ্বীন আছে, আসা যাওয়া হলো কম।