জঙ্গে জামালে যাচ্ছেন মা আয়েশা
উটের পিঠে চড়ে,
'হাওআব' নামক স্থানে পৌঁছলে
কুকুর ঘেউ ঘেউ করতে থাকে।


মা আয়েশা বলেন আর যাবনা সামনে
রাসুল পাকের হাদিস আজ পড়েছে মনে,
"তোমাদের মধ্যকার একজনের অবস্থা কেমন হবে,
হাওআবের কুকুর তার বিরুদ্ধে ঘেউ ঘেউ করবে?"


আলিমুল গায়েব আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন
সুরা আযহাবের তেত্রিশ নং আয়াতে।
মা আয়েশা উটের যুদ্ধের কথা স্মরণে
আফসোস করে অনেক কেঁদেছেন।


মা আয়েশার ছোট ভাই জানতে চাইলেন,
তুমি বলেছিলে আলী হক, তবু তার বিরুদ্ধে গেলে,
মা আয়েশা বলেন স্মরণ ছিলনা এ হাদিস,
ভুল করেছি বলে তওবা করিলেন।


মওলা আলী তাঁকে তারাতাড়ি পর্দা করে তাঁবুতে আনেন
আপনি উম্মুল মোমেনিন, বাহিরে কেন থাকবেন।
আহলে বায়াত পাকের সদস্য গণ পাক পবিত্র
মওলা আলীর বিরুদ্ধে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত।


সুরা আযহাবে ঐ আয়াতে আছে
পুরুষ বাচক শব্দে,
ও নবী পরিবারের সদস্য গণ আল্লাহ পাক চান আপনাদের পুত পবিত্র রাখতে।


হয়তো একদা মা আয়েশা বের হবেন
আহলে বায়াতের বিরুদ্ধে,
যার বিরুদ্ধে যাবেন তাঁহারা ত পুত পবিত্র, তাই আগেই করেছেন সতর্ক আছে কোরআনে।