যে লেখক বিস্তর লিখে পায় বুকার,
সেটির পর্দার উপস্থাপনে দেয় অস্কার।
এগুলো কি সমাজ পরিবর্তনের হাতিয়ার!
নাকি কিছু লেখা কলার নেড়ে মিথ্যাচার।


নাস্তিকের সংগা কি শুধু ইসলাম বিদ্বেষ?
নাকি পুরস্কারের আশায় চেতনার উন্মেষ!
ভগবান, গড,ইশ্বর, এসবে থাকে চুপ
ইসলাম নিয়ে নাস্তিকদের জ্বর আসে খুব।


সত্য মিথ্যা যেখানে একাকার
প্রশ্ন,আছে কি যাচাই গবেষণার?
ওহে পুলিত্জার, ম্যান বুকার পুরস্কার।
নাকি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার হাতিয়ার?


নৌকায় ফুটা করে কিছু সময় চলে
অপেক্ষা, দেখবে নৌকার ওপর পানি ঢলে,
পাহাড়ে শব্দ কর প্রতিধ্বনি পাবে,
তোমাদের হাতিয়ার তোমাদের উপর চাপবে।