প্রতিদিন লবন জ্বলে প্রতপ্ত বুকের গভীরে
ছুটে আসে অন্তর্গত দাহ্যময়ী জলের প্লাবন,
অন্ধকারে মনে হয় এসে গেছি প্রশান্তির তীরে
অপ্রীতির অতীত এসে ওল্টায় আচার সংহিতা,
নতুন আঘাতে ফের,ছিন্নভিন্ন দেহের ভুবন।


কে আর হৃদয়ে রাখবে স্বপ্নের স্নেহময়ী হাত
সব হাতে আজকে তো বন-বিড়ালির ছায়া
মুহূর্তের অবকাশে হৃদি জুড়ে চলে বজ্রপাত
তবুও মেটেনা শোধ কোনদিন,চলে প্রতিশোধ।
তারকার আর্তনাদে পার হয় নক্ষত্রের রাত।


কথাতেই আগুন জ্বলছে নিত্যবাসের নীলখাটে
মুখরা পাখিরা এসো,বসে যাও ঘরের চৌকাঠে,
চলুক কিচির মিচির থেমে যাক হিংসার তীর
অপ্রাপ্তির অন্ধচোখ খুলে যাক দরদ দৃষ্টিতে-
সংসারে ছায়া নামুক, অনন্ত গাছ গাছালির।