বিজ্ঞাপনের মেয়ে
নকল বৃষ্টিতে নেয়ে
বাতাসে ছড়িয়ে দিল ওম।
বুভুক্ষু কাকের দল
ফেলছে চোখের জল
মাংসের ভাগে কেন কম!


বয়স্ক শিশুর পাল
শূন্যে বাড়ায় থাল
রুটি নয়, চায় শালি খেত,
প্রাচীন কুমির দল
মাপে কোথা কত জল
নিভে যাচ্ছে বিপদসংকেত।


যেদিকে যাহার মুখ
সেদিক ছুটে লুটছে সুখ
দিন শেষে ভারাক্রান্ত ডানা;
হাজার দুঃখের ভিড়ে
নিজেরই পালক ছিড়ে
পেতে নিচ্ছে অসুস্থ বিছানা।