রাতের অন্ধকারে,
সুসজ্জিত পুতুলেরা দরগায় যাচ্ছে,
সুন্দরী পুতুলেরা নিজগৃহ ছেড়ে অন্যের ঘরের ভিতরে দাঁড়িয়ে পড়ছে,


বাইরে প্রমত্ত ভক্তেরা..!
আড়ালে যুদ্ধ রথে দাঁড়িয়ে আছেন ছলনার নকল নায়কেরা,


ভক্তদের হৃদয়ে কোন বাসগৃহ নেই,
মন্দির মসজিদ দরগাহ নেই !


বাতাসে ঘুনের শব্দ,
ভেঙে পড়ছে ঘরবাড়ি, নারী শিশু জনতা শহর,
ঘৃণার তন্দুরে মাংস সেঁকছে গুটিকয়েক সোনালী শকুন,
মানুষ মানুষকে দেখে পালিয়ে যাচ্ছে, ঘুমানোর ভান করছে,


বিশ্বস্ত আশ্রয়ের অপার
কোন হৃদয় কি অবশিষ্ট নেই আর ??