ঘটনারা নিষেধ করে,কথা বলা বারং এখন
মুখোশের আড়াল থেকে আঙুল নাড়ে নষ্ট-মেহন।


ঘর আছে পথ বন্ধ,পথ নিয়ে পাথরবাজি
পাথরেরা পাথর ঠুঁকে, দেখাচ্ছে ভেলকিরাজি।
ছলনার মাথায় মিছে আঘাতের পট্টি বাঁধা
বিপদের মন্ঞ্চনাটক তবু ভাত রাঁধছে রাধা।


রাধারা বুঝতে পারে গাধাদের দুষ্ট খেয়াল
পাতে নুন ভাতের পাশে,চাটনি কাঁচালঙ্কা
অসুখের মসলাপাতি,বিসুখের মহাশঙ্কা
একটু বেচাল হলে তুলে দেবে মস্ত দেয়াল।


ছায়াদের ছাদনাতলায় ছূঁচোদের যাত্রাপালা,
বিচারের কন্ঠে ঝোলে হাভাতের মুন্ডমালা।