মানুশ দেশহীন হয়ে গেলে কোথায় যায় ??
মাটির গন্ধ যখন সারাদেহে ...
তখন আর কোথায় যাবে -
বুকের গভীরে কোথাও ?
হৃদয়ের আরো কাছাকাছি ...।
তোমার হৃদয় তবে কি 'ডিটেনশন ক্যাম্পে'র  মত'??
যে একবার আসে আর কোনদিন
দেখতে পায় না পৃথিবীর আলো ;
কেবল এক নিরেট অন্ধকারে -
আনন্দ হাসি গান,অশ্রু অভিমান স্মৃতির দেওয়ালে ভাসে,
স্বাধীনতার আকুল আকাশ জুড়ে মেঘ বৃষ্টি
বজ্রপাত নামে সারারাত,
প্রতীক্ষার কাঁচঘর থেকে হাসিমুখে দাঁড়াবে তুমি
কৌতূহলী ক্যামেরার সম্মুখে -
হয়ত বলবে - বেশ ভাল আছে, যারা এসেছিল,
বাঁচতে চেয়েছিল ভালোবাসার নিবিড় প্রশ্রয়ে ,
বাঁচতে চাওয়া তবে কি বিদ্রোহ ?প্রিয়তমা !
যে জমিন চতুস্পদের....
যে জমিন জানোয়ারের ...
যে জমিন পশু পক্ষীর...
যে জমিন পোকা আর অনুজীবের অনন্ত বাসভূমি...!


সেখানে একটা মানুষকে ঠাই দিতে কি পারো না ? তবে বলো
কে তুমি ?? কি তোমার পরিচয় ??