আমার মৃত্যুর পর কি কি ঘটনা তা আমি জেনে ফেলেছি-
তোমরা বলতে পারো এটা একটা বিভ্রম ,বেশ তাই ভাবো-
এতদিন যাকে আমি কবর বলে ভাবতাম ,সেটা আসলে একটা
ডিটেনসন ক্যাম্প ,আর সেখান থেকে রেহাই পাওয়ার জন্য
কোন পরিচয়ই যথেষ্ট নয়,নামের সঠিক বানান,
বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র ,এমনকি জন্মদাতা পিতার পরিচয়ও,
নয় ,যদি তোমার একটি পৈতৃক নাম থাকে
যা কোন ক্ষমতাবান ধূর্ত হায়েনার অপছন্দনীয় ,
যা কোন ধর্ষক রাজার গণতন্ত্রে টিকে থাকার মূলমন্ত্র কিম্বা সেই
আদিম রক্তপাত প্রেম বনাম দাসত্বের একচ্ছত্র খেলা -,
এখানে ঈশ্বর স্বয়ং ইতরের ঔরসের দাবিদার,এখানে
সৃষ্টি কেবল উদাসীন নদীগর্ভে পতিত  পাথর- ।
কার কাছে প্রার্থনা জানাবে ?
কার কাছে সাহায্য চাইবে তুমি ?? পাথর ,কামুক ??
সহসা মুখোশ ছিঁড়ে বেরিয়ে আসা অচেনা বন্ধুকে ??
বন্ধুরা এখন কুলুপ এঁটেছে মুখে
প্রতিবেশিদের সরে যাবার দিন এসেছে ...।
তাদের জন্য বিকল্প পথ রাখা আছে তাদের জন্য পিছনের দরজা খোলা আছে,কেবল তোমার জন্য পরীক্ষা, অকৃতকার্য হবার জন্য প্রহসন ?


মুনকির নকিরের প্রশ্নের জবাব কেউ কোনদিন
লিখিত দলিল দিয়ে প্রমান করতে পারবে কি ,
অতএব নরকে ভোগার জন্য নিজেকে প্রস্তুত রাখো
নরক ? তোমার থেকে বিচ্ছিন্নতাই তো নরক ...
তোমার থেকে বিচ্ছিন্নতাই তো প্রকৃত দোজখ !
কিন্তু আমাকে আমার জন্মভুমি থেকে বিচ্ছিন্ন করতে পারলেও
ওরা কি তোমার থেকে আমাকে পৃথক করতে পারবে ??
তুমি তো আমার হৃদয়ে উচ্চারিত,
তুমি তো আমার অনুভবে উজ্জ্বল, চলচিত্রায়িত...


পৃথিবীতে কেউ অনন্তকাল নাগরিক থাকবে না,
পৃথিবীতে কেউ অনন্তকাল দোজখের ফেরেস্তা হয়ে বাঁচে নি,বাঁচবেও না
পৃথিবী তো উলঙ্গ অত্যাচারীর ধ্বংসের ইতিহাসে মুখর !
স্বজাতির ব্যর্থ অহংকারে প্রগাঢ় ক্ষমতার হোমে নিজেরই রক্তের অভ্যাস দেখে পরিতৃপ্ত ।
এখানে তোমাকে ছেড়ে কোথায় যাব ? প্রিয়তমা আমার ,
আমার হৃদয় তোমাকে কোনো অসংসারী ধর্ষকের দাসী হতে দিতে পারে কি ??