পূর্বপুরুষেরা সবাই
ভিটেমাটি হারিয়ে চলে গেছে,
এখন একমুঠো ধুলো আমার নামের চিহ্ন হয়ে গেছে।


শীতের উত্তুরে বাতাস
সমস্ত গাছের চামড়া খুলে নিয়েছে ,
ধীরে ধীরে আমাদের শিশুরাও বড় হয়ে গেছে।


কে জানতো এক বিছানায়
দু’জনকে পাশাপাশি শুতে হবে,
পাশবালিশের মধ্যে একটা লুকানো খঞ্জর রয়ে গেছে।


সমুদ্র এখন বৃদ্ধ হয়ে গেছে
নদীরাও মজে গেছে কাটাকুটি খেলায়,
স্বৈরিণী মাছেরা বালুচর ও জঙ্গলের রাণী হয়ে গেছে।