এখানে অসুখের বোবা গল্পেরা পাস ফিরে শোয়
ঘুম আসে না সারারাত,
সারাদিন হাড়ভাঙ্গা শ্রম,ঘাম রক্তের গন্ধে
ভরে থাকে দেহের ভূভাগ,
সহানুভূতি জানানোর কেউ নেই,
দিন শেষে ঘরে ফেরা নেই,
কেবলই প্রতীক্ষার প্রহর আজান হেঁকে যায়,
প্রার্থনায় বসি,
অশ্রুতে ঝরে যায় না বলা কথার ফুলগুলি।
কথাও ফুরিয়ে আসে,ফুরিয়ে যায় গল্পের অবসর,
কবে এই অশ্রুকে পার করে সূর্য্য উদয় হবে,
খুশির নরম রোদ্দুরে ভোরে উঠবে হিসেবী সংসার !