পথে যেতে যেতে মাঝে মাঝে এমনও হয়
থামতে গেলে ঘাম ঝরে, পৌষের শীতে
এগোতে গেলে কাঁপতে থাকে দামাল হৃদয়।
পথে যেতে যেতে মাঝে মাঝে এমনও হয়।


আড়ালে হাসতে থাকে অনাচারী বিষয়ী গোলোক,
সবুজ পাতার নীচে লুকিয়ে থাকে মেঘ
কোথা থেকে বৃষ্টি এসে ভিজিয়ে দেয় চোখ।
আড়ালে হাসতে থাকে অনাচারী বিষয়ী গোলোক।


বাতাসে গন্ধ ভাসে কাকেরাও পেতে চায় মজা
জ্যৈষ্ঠের দুপুরেরা রক্ত জুড়ে কয়লা পোড়ায়
পিপাসার শহর এসে বন্ধ করে জলের দরজা।
বাতাসে গন্ধ ভাসে কাকেরাও পেতে চায় মজা।


কেন যে এমন হয়,সব রঙে জ্বলে সপ্তপদী
জোছনার স্বপ্ন নিয়ে জাগরণে শেষ হয় রাত
ভোর এসে খবর দেয় ,অন্যত্র চলে গেছে নদী।
কেন যে এমন হয়,সব রঙে জ্বলে সপ্তপদী।