কতটা সময় পার হলে তবে নাগরিক হওয়া যায়?
কতটা রাত্রি পার হলে তবে পাওয়া যায় রোদ্দুর
কতটা পাথর পেরিয়ে তবে ঝরনার দেখা মেলে -
কতটা দহন পার হলে 'পরে বেজে ওঠে হৃদি সুর ?


কতটা আড়াল পার হয়ে তবে তোমার নেকনজরে ?
কতটা আর্তি শোনার পরে তুমি খুশি হবে বলো ?
কতটা অসুখে পড়লে তবে আসবে আমার ঘরে -!
কতটা শীর্ণ হলে তবে ওই  দুচোখ ছলছল ?


কতটা শ্বাস পার হলে তবে শিয়রে রাখবে মাথা ?
কতটা মাস পার হলে তবে বলবে 'একী হল '?
কতটা বছর পেরিয়ে গেল, পেরিয়ে যাচ্ছে ঋতু
কতটা মৃত্য পার হলে তবে মুছে দেবে প্রিয় ব্যাথা ?


কতটা অশ্রু পার হলে তবে মরুতে বৃষ্টি নামে ?
কতটা পিপাসা পেরোলে তবে সাগর আসে দ্বারে,
কতটা আগুন পার হয়ে তবে মেলে জমজম পানি-
কতটা আকাশ পার হলে মেলে অনন্তের হাতছানি ?