পত্রহীন বৃক্ষের মত এইতো
দাঁড়িয়ে আছি,দ্যাখো আমাকে!
বসন্ত এসেছে ,আবার
নতুন পাতার গান -
প্রতিটি শিরায় ধমনীতে
জীবনের প্রতি বাঁকে
এমনই আসে যায় ,সুখ, দুঃখ
শীতার্ত ঋতুর কম্পিত রুক্ষতা-
ঝরে যায় বেশভূষা ,কৃত্রিম প্রসাধন।
কেবল মানুষ দাঁড়িয়ে থাকে-
অকৃত্রিম মানুষের মতো।
কেবল বদলে যায় হাসির ভঙ্গিমা,
কেবল বদলে যায় নকল স্বরের
ওঠানামা ,যেমন একটু আগেই
তুমি বললে ,ভালো আছো তো ??
তবু কোন প্রত্যুত্তর দেবার সামর্থ্য
আমার হল না,