আজও সেই সুগন্ধী ভাতের কথা, মনে পড়ে যায়
তুমুল রৌদ্রের দিনে অপার স্নেহের পরশ  
স্নায়ুর তন্ত্রীতে এসে সারেঙ্গী বাজায় -


প্রবল পৌষের শীতে উত্তরের হিমেল বাতাসে  
তোমার ছিন্ন শাড়ীরা ভেসে আসে..


এখন জীবিকাজয়ী প্রাণে হাহাকার বাজে
টেবিলে গন্ধহীন বিস্বাদ ব্যঞ্জনের শোভা ..


ঘোমটার আড়ালে অসুখী সংসার
কি যেন পায় নি বলে-  
বসে থাকে অন্তিম গোধূলির প্রতীক্ষায়  ,
রাত এলে বিছানা পাতবে অবাধ জোছনায়