একটি দেওয়াল কেবল ছিন্নভিন্ন করতে চায়
এ গ্রহের দৃষ্টি আর আত্মার অসীম পরিধি
অস্বীকার করে প্রতিদিন,পাখির বিষ্ঠায়
নিজেকে পিচ্ছিল করে, নগরের নিভৃতে -
নিজেরই ছায়ার ভিতর বিনাশের বহ্নি হাতড়ায় ।

কখনো তার বিবর থেকে বেরিয়ে যায় শৃগালের দল
মানুষের লোকালয় পোষ্য প্রাণীর রক্তে ভাসে.. ,
পশুরা তো বিচারের আওতাভুক্ত নয় ,
তাই রোজ সেইদেশে,দেওয়ালের প্রভুরা এসে  
মানুষের সন্তানকে পশুদের সন্ততি বানায় ।


এ এক অবাক দেশ,পরাজিত মেঘেরা যায় ফিরে
বৃষ্টিহীন প্রান্তরে পড়ে থাকে অভুক্ত স্বপ্নেরা,
আদিম দেওয়ালে এসে মাথা ঠোঁকে নিরীহ সংসার,
শান্তির মিছিলে হাঁটে অনাচারী কঙ্কালের ডেরা.. ।