রাজা বললেন ,কালো টাকা সাদা করা উচিত নাকি অনুচিত  ?
ভক্তরা সব সমস্বরে বলল জোরে -উচিত ।
সবাইকে তিনি দাঁড় করালেন নোটবন্দীর লাইনে
লাইনে সব দাঁড়িয়ে গেল ,কাটা গেল মাইনে।


কালো টাকা এল না
পনেরো লাখের মাগনা কেউ পেল না।


রাজা রাজা রাজা
রাজা খায় , গজা।


ভক্ত বলে , রাজামশায় দেশের নামে করলাম অনেক কষ্ট
রাজা বললেন লোভের পাপেই গোটা  জীবন নষ্ট ।  


রাজা বললেন,'ঘুস্পেটিয়া'(অনুপ্রবেশকারী মুসলিম)রাখব নাকি ভাগাবো ?
সমস্বরে বলল সবাই , ঘুস্পেটিয়া তাড়াবো ।
রাজা বললেন , বেশ !এবার তবে দশ পুরুষের কাগজ দেখাও সবে
তাতেই ঠিক হবে ,কারা আমার দেশে থাকবে কিম্বা যাবে ।


'মূখ্যুসুখ্যু' মানুষ আমরা কাগজ কোথায় পাবো মহারাজ??
রাজা বললেন ঠিক আছে , বাঁচতে গেলে সর্বপ্রথম কাজ
বলতে হবে--
বিদেশ থেকে কেন এসেছিলে এবং কবে ?
তবু টুপি দাড়ি চলবে না ,
পৈতে কিম্বা টিকিধারী হলেও চলবে।


দেশের প্রজা প্রমাদ গোনে
গুঞ্জন ওঠে জনে জনে -
একি কি বিচার ,চোদ্দ পুরুষ দেশে থেকেও বলতে হবে আমরা ভিনদেশী ?
দেশপ্রেমের নামেই তবে যেমন খুশি চলবে  পাসব পেশী ?


রাজা রাজা রাজা
রাজা খায় গজা


সবাই মিলে ঠিক করল প্রশ্ন করতে হবে - রাজা ঘুস্পেটিয়া তবে কারে কয় ?
সবাই মিলে প্রশ্ন করল -রাজামশায় আলখেল্লা টুপি দাড়ি কেন  নয় ??
রাজা গেলেন বনবাসে,ভক্তরা কয় - আমরা হলাম সংখ্যাগুরু ,আমরা হলাম জয়ী,
যারা এসব প্রশ্ন তোলে -তারাই হল ঘুস্পেটিয়া কিম্বা দেশদ্রোহী   ।


রাজার ভক্ত পাদুকা চাটে
কাগজ নিয়ে দেশের প্রজার মগজ ফাটে ।
মানুষ মারছে মানুশকে
রাজভক্ত নিদ্রা যায় রক্ত গড়ায় বাজার হাটে ।