একটু আগেই রক্তিম আভা ছড়িয়ে জলের ভিতরে ডুবে গেছে দিন,
বালুচরের আকাশ জুড়ে বিষণ্ন প্রহরের আলো
ছলাৎ ছলাৎ জলের শব্দ বুকের ভিতরে বাজে
পিপাসায় জ্বলতে থাকে লবনাক্ত স্মৃতি।


দূরে আরো দূরে সমুদ্র গভীরে,দুলতে থাকে রহস্যময় মাস্তুলের চোখ
একটানা ঢেউয়ের গর্জনে যেন মনে হয় তোলপাড় ঝড় ছাড়া এইখানে আর কিছুই নেই।
তুমুল প্লাবন ছাড়া এইখানে আরকিছু নেই।


অবসরের প্রতি অবকাশে আমার থেকে সরে যাচ্ছে পরিচিত সহানুভূতির জোনাকি আগুন
আমাকে এখানে রেখে এই সন্ধ্যায়,কোথায় সরে যাচ্ছ তুমি ??


ওই দিকে অনন্ত বালুচর,পিপাসার প্রবল নিদাঘ
কেবল নুনের ঢেউ,ছিন্নভিন্ন ফসিলের দাগ
হিংস্র মাছের কাঁটা,ঝিনুকের রুপালি কঙ্কাল
ঝাউয়ের প্রশাখা জুড়ে ডেকে এনেছে শীতার্ত ঋতুর কাল।


তার থেকে ফিরে চলো,মৃত সেই স্বপ্নগুলি
ভাসিয়ে দিয়ে যাই এই তরঙ্গের বিপুল কল্লোলে
প্রচাপিত দুঃখের প্লাবন ফের মিশে যাক অন্তহীন জলে,
পাখিরা উড়তে থাক,আপনার নিজস্ব আকাশে