কিছুটা আড়াল রাখো, এখানে পাখিদের বসবাস,
কিছুটা ভাষায় লাগাম টেনে রাখো
এইখানে মানুষের শিশুরা নিচ্ছে শ্বাস,
কিছু কথা মাটি চাপা দিয়ো চিরকাল
এখন রাত্রি নিদ্রার প্রহরে
ক্ষমতা লম্ফঝম্ফ পরে দেখা যাবে-
বিধবা বুড়িমা  চুড়ি বেচতে
এখনো পাড়ায় ঘোরে-
ধর্মের কথা তুলে রাখো মৌলভী
ধর্মের কথা গিলে ফেল ওহে যোগিয়া
তোমার বঞ্চিত বোনেরা
ভিক্ষা করে,
জাতের দরদে ভাত পায় নাকো মা।
মাসির আঁচল ধরে সে কি টানাটানি,
বিপদ এখনো একার জন্য আসে,
পর্দার পিছে চলে কত হাসাহাসি
দুর্বলবুকে আজও চলে রোজ শক্তের হানাহানি।
ক্ষতি কি থাকতে কিছুটা বাক্যহীন,
লজ্জা লুকিয়ে বেঁচে থাকে ভালোবাসা
নির্লজ্জের চামড়াবিহীন চোখে-
সত্য জানতে চাই নি তো কোনদিন!