এইমাত্র খবর এল
তুমি মুঠোতে ধরেছ রঙিন বরফ
তাহলে তীব্র তৈরি থাকো
একটু পরেই তোমাকে ঘিরে
নাচতে থাকবে পরকালিক অগ্নিবলয়,
তোমাকে দেখতে আসবে জোহরা তারার আলো,দিবারাত্র
সহস্র শর্তের জালে ঘুরপাক খাবে
বিনিদ্র রাত্রি পার হবে অযুত বিভ্রমে
এক্ষুনি একটা শিকল তোমার চাই
আর চাই একটা অলৌকিক ঠোঙা,
কানায় কানায় পূর্ণ হতে হবে,
কাউকে সিঁড়ি ভেবে যদি স্বপ্নের চূড়ায়
পা রাখতে চাও, কথাগুলি মনে রেখো,
অবোধ বালক কোথাকার !