কেন আসতে চাও আবার এতদিন পর?
বাতাসে ছড়িয়ে পড়ছে ফের
তোমার সফরসূচি--


তুমি এলে সব রাস্তায় প্রহরীর উৎপাত
পার হতে পারে না কোন এম্বুলেন্স
সব্জির লরি কিম্বা দুধের ট্যাঙ্কার,
কেবল বোকা আর বুভুক্ষের দল-
তোমার উন্মুক্ত ধাতব ওলান দেখে-
পতঙ্গের মত ঝাঁপ দেয় প্রতপ্ত আগুনে...।


অনেক পুড়েছি আমি জন্মাবধি
এ দেহে যৌবন আসার অনেক আগে
ছলনার সমস্ত অক্ষর লেখা আছে মনের গহীনে
প্রেম পাপ পুণ্য পরকালিক অদৃষ্ট বিধানে..।


কেন যে আসতে চাও
সে কি আমি বুঝি নাকো আর !
প্রসাধন গলে গেলে-
রক্তাক্ত লড়াইয়ের আয়োজন করো সেই তুমি,
পুড়ে ছারখার হয় ,নারী শিশু জনতা শহর...।