বিষয়টা খানিকটা স্বপ্নের মত মনে হচ্ছে –
তুমি আমাকে দেখতে পাচ্ছ কিন্তু সে বিষয়ে
আমার কোন ভ্রুক্ষেপ নেই ।
থাকার মত কোন কারণও নেই-
আবার ভিন্ন এক স্বপ্নের ভিতরে
আমি তোমাকে দেখতে পাচ্ছি
একসাথে বসে এভারেস্টের চুড়ায়
একই টেবিলে বসে মুখোমুখি –
আমার হাতে দাহ্য তরল
তোমার চোখে রহস্যের নীল সমুদ্র …!


সমস্ত আগ্নেয়গিরির লাভার গল্প নিয়ে
আমাদের আলাপন শুরু হল……
তুমি এসবের কিছুই জানতে পারো নি ।
যেমন আমিও তোমার দৃষ্টির ভিতর
কোন জানালার রুপকথা জানতে পারিনি …।


আমাদের অজানার ভিতরে এমনি করে রোজ
নিত্যনতুন ভাইরাসের নৃত্য এসে
পৃথকটার উপদেশ বিনামুল্যে পরিবেশন করে-
এসবের পরেও অবশিষ্ট থেকে যায় সংসার
প্রেম কি থাকে ?
একটা স্বপ্নের জন্য এখনও বিনিদ্র কাটে রাত
দু একটা খুনের ঘটনা হয়ত বা এক্ষুনি ঘটে যেতে পারে
আজ রাতে না ঘুমালে কি নয় ??