মশাকাব্য
=======


ময়লা পানি ছাড়া
ডিম তার ফুটে না,
আটটি পা আছে
তবুও সে হাটে না।


দুটি পাখা নিয়ে সে
উড়ছে তো উড়ছেই,
বন বন শব্দে মোর
মাথাটা তো ঘুরছেই।


গুন গুন গান সে
গেয়ে যায় সারাক্ষণ,
ভাষাহীন গানে তার
আজব এক বিনোদন।


এতটুকু সুযোগে সে
শরীরে বসে যায়,
আরামে বসে বসে
রক্ত সে চুষে খায়।


কুট কুট কামড় তার
গায়ে বড় কাটা দেয়,
কেউ তাকে মারতে
নিজ গালে চাটি দেয়।


তার কামড়েই মানুষ
মরছে প্রায় প্রতিদিন,
অথচ এই ছোট প্রানীর
আয়ু মোটে তিন দিন।


রাজা-প্রজা-দারোয়ান
তাকে দেখে ভয়ে থাকে,
ভালবেসে তাকে সবাই
মশা নাম ধরে ডাকে।।