রক্তে কেনা বর্ণমালা
=============


শোন পশ্চিমা পাক হানাদার,
ভাষার জন্য বাঙালী সেবার
নামে রাজপথে এই দাবিতে
উর্দু নহে এই দেশে তে
বাংলা-ই হবে রাষ্ট্রভাষা,
থাকিতে জীবন
হবে না পূরন
পশ্চিমা তোদের মনের আশা।


শোন পশ্চিমা পাক হানাদার,
রাষ্ট্রভাষার দাবিতে সেবার
বাঙালীরা হয়ে ওঠে দূর্বার
রাষ্ট্রভাষা বাংলা পেতে
হাসিমুখে পারে জীবন দিতে
রুখতে মোদের পারেনি সেদিন
তোদের ছোড়া গুলি,
বাংলা আমার মায়ের ভাষা
এই ভাষাতেই আমার মুখে
ফুটে প্রথম বুলি।।


শোন পশ্চিমা পাক হানাদার,
বাংলায় কথা বলার অধিকার
চেয়েছিলি তোরা কেড়ে নিতে,
আমরাও তাই ভাষার দাবিতে
দিয়েছি রক্ত নেমে রাজপথে
ছিনিয়ে নিয়েছি বাংলা ভাষা
জীবন রেখে বাজি।
কোনো জাতিকেই ভাষার দাবিতে
হয়নি কভু রক্ত দিতে
গর্বিত আমি বাঙালী হয়ে
শুনে রাখ তোরা আজি।।


শোন পশ্চিমা পাক হানাদার,
তোদের ইতিহাস লজ্জা ঘৃণার,
ভুলে কি গেছিস,
বায়ান্নো এর ফেব্রুয়ারীর কথা?
রাষ্ট্রভাষার আন্দোলনে
মিছিল মিটিং আর স্লোগানে
মুখর ছিলো,রাজপথ
আর রাজপথের সব ধুলি।
তোরা তখন ভয় পেয়ে
তোদের হাতের বুলেট দিয়ে
ভাষার দাবিতে রাজপথে নামা
বরকতদের বুকের পাজর ঝাঝড়া করেছিলি।


শোন পশ্চিমা পাক হানাদার,
মনে কি পড়ে সেই দিনটার?
ফেব্রুয়ারীর একুশ তারিখ সেদিন সকাল বেলা..
বরকতদের লক্ষ করে
ছুড়লি গুলি নির্বিচারে
বুলেটে বুক ঝাঝড়া হয়ে
বরকতেরা লুটিয়ে পরে
রক্তাক্ত সেদিনের কথা
যায় কি কভু ভুলা?
তাদের ঝাঝড়া বুকের পাজর বেয়ে
গড়িয়ে পড়া রক্ত দিয়ে
রচিত হয় টুকটুকে লাল
"বাংলা বর্ণমালা'।।


শোন পশ্চিমা পাক হানাদার,
বাংলাদেশে জন্ম আমার
বাংলা'য় শুরু কথা বলা,
আমার ভাইয়ের রক্তে কেনা
সকল "বাংলা বর্ণমালা"।।