সেইসব  ফেলে আসা দুঃসহ সময়ের কথা মনে রেখো.
কখনো ভুলনা  মুখোশ পরা ইবলিশদের চেনা মুখগুলো  
হিসেবের খাতায় জমা রেখো
এক একটা অপমানে দগ্ধ হওয়া যন্ত্রণার কথা.  
মাথা নিচু করে নীরবে সহ্য করা অসহ্য মৃত্যুর কথা,
দিন কখনো একভাবে চলেনা
যেদিন সময় তোমার হাতে আসবে
সেদিন তাদের ছুড়ে ফেলো আঁস্তাকুড়
কারণ বিশ্বাসঘাতকদের
বাঁচিয়ে রাখতে নেই,  
আগাছা পরগাছাদের
বাঁচিয়ে রাখতে নেই,
পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিও
মনে রেখো,
ইতিহাস কাউকে যেমন ক্ষমা করেনা
তেমনি ইতিহাসের শিক্ষা কখনো
ফেলে দেওয়া ছেঁড়া কাগজের মতো হয়না
ইতিহাস মরা নদীর কান্নার মতো
বোবা হয়, অন্ধ হয়
তারপরও নিভৃতে কথা বলে
চোখ দিয়ে আলো দেখে
থমকে যাওয়া সময়কে টেনে যায়
আরেক সময়ে  |