মাথার উপর পৃথিবীটা নিয়ে
পরে গেলাম রংধনুর নর্দমায়
যেখানে নরখাদকের দল ঝুলন্ত দোলনায়
গোটা পৃথিবীকে গিলে খেতে চায় |
এখন নাকি খাদ্যের চেয়ে মানুষ খেতেই সুখ
প্রকৃতির দিকে না তাকিয়ে টাকায় ডুবানো মুখ
কিনে নিতে চায় অন্যের অধিকার
যেখানে দূষিত বায়ুর চলন্ত মেইল ট্রেন
পিষে মারে মানুষ আর বিবেককে করে সংহার |
চারিদিকে তাকাই
বিস্মিত হই
মানুষ দেখিনা কোথাও
দেখি টাকায় ডুবানো রাক্ষসদের অক্ষরহীন বই
হালকা আগুনের তাপদাহে ধান থেকে খই
আর অন্যকে টেনে নিচে নামিয়ে নিজেকে উপরে উঠানোর মই |
পিছন থেকে ধাক্কা দেয় বস্তাবন্দি টাকার ক্রীতদাস
যারা মানুষ হয়ে দুর্নীতিকে না বলেছিলো
তাদের পায়ের তলে পিষ্ট করে চাঁদের কলংকে বসে লিখে অমাবস্যার ইতিহাস
তবুও একফোঁটা আলো হাতে নিয়ে এক বিন্দাস মন
শেকড়ের তার ছিঁড়ে তন্ন তন্ন করে খুঁজে পেতে চায় জীবনের বাঁচার আশ্বাস
যেখানে উদার চিন্তাকে মগজে ধরে মানুষের মতো মানুষ
গড়ে নিতে চায় শুভবোধের বিড়ম্বিত বসবাস |
এখন দরকার মানুষ
যার থাকবে একটা চামড়ার শরীর
একটা বিশুদ্ধ জীবন
আর একটা ঘর
মানুষ আপন হবে, টাকা পয়সা সোনা দানা হয়ে যাবে
কালবৈশাখী ঝড়ে হাত পা ভেঙে নরকের জ্বর
পর আর নিঃস্বার্থ মানুষ স্বার্থকে কাগজের পালকি বানিয়ে
মূল্যবোধ দিয়ে প্রচন্ড শক্তিতে গড়বে মানবিক চরাচর |