সবাই ভাবছে
আমি ভালো আছি
কিন্তু কঠিন সত্য হলো
আমি ভালো নেই
ভালো নেই,
ভালো দেখানোর
অভিনয় করছি
যদিও অভিনয়কে
আমি ঘৃণা করি |
আমি হাসছি
আসলে আমি কাঁদছি
কান্না লুকোতে
হাসির অভিনয় করছি
যদিও অভিনয়কে
আমি ঘৃণা করি |
মানুষের
মনের আঘাত
মনে থাকেনি
এখন মন থেকে
শরীরে ঢুকেছে
রোগের শরীর
রোগটাই অচেনা
পচে গেছে শরীর
না, এই পচন ধরা শরীর
আমার না, তাদের
যারা আমার
মনকে হত্যা করে
শরীরকে খেয়েছে |
আমি নিজেকে মানুষ বলিনা
মানুষ হওয়াটা কঠিন
তবে ওদের শকুন বলি
যারা আমার
মনটা নিয়ে খেলেছে
আর দেহটা থেকে
মাংসগুলো খুবলে খুবলে
ছিঁড়ে খেয়েছে
প্রকৃতির শকুনদের
মানুষের মাংস ছিঁড়ে
খেতে দেখা গেলেও
মানুষের রূপ ধরা শকুনদের
তেমনটা দেখা যায়না
কারণ মানুষ শকুন হলে
নিজেকে আড়ালে রাখে
কিন্তু শকুন থেকে
হায়েনা হয়ে যায় |
মাটিতে রক্ত
একটু একটু
অনেকটা
সেই রক্ত লাল নয়
কালো
কারণ শরীর পচে গেলে
রক্তরাও পচে যায়
রক্তরা পচে গেলে
সমাজ, রাষ্ট্র, পৃথিবী
সব কিছু পচে যায়
মানুষ বেঁচে থাকতে
পচে যায়
মরে গেলেও
পচে যায়
কারণ পচনের
সূত্রটা খুব জটিল
কে পচেছে , কে পচবে
সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
দিয়ে আগে থেকে
জানানোর মতো
সাহস কারো থাকেনা
সবাই যে কাপুরুষ
ঠিক জীবিত না
মৃত |
মাছের পচন  
ফরমালিন দিয়ে
ঠেকানো যায়
মানুষের পচন
ঠেকানোর কোনো
ওষুধ নাই
চিকিৎসা নাই
সিঙ্গাপুর, থাইল্যান্ড
ইংল্যান্ড, কানাডা,
আবুধাবি, আমেরিকায়
সাধারণ মানুষের
রক্তের
পাচার করা টাকায়
পচে যাওয়া টাকায়
পচন ধরা মানুষ থাকলেও
পচন থেকে ঠেকানোর
কোনো গবেষণা নাই
|
গবেষণা কখনো কখনো
অসহায়
চিকিৎসা কখনো কখনো
অসহায়  
একটা কফিন
সেটার ভিতরে
যেটা আছে সেটা
দেখা যায়না
সেটা না দেখায় ভালো
কারণ পচনের
পতনশীলতা থাকে কি
থাকেনা
সেটা রহস্য থাকায় ভালো   |
আমি পচেছি
নাকি আমাকে পচাতে
যারা খেলেছিল
তারা পচেছে
নাকি পচে গেছে সব
পচনের থিওরিতে
সব আছে, এগুলো নেই
কারণ পচে গেলে
থিওরিও পচে যায়
সব পচনের গন্ধ থাকেনা
পচন যে গন্ধটাকেও
গিলে খায় |
মনে করেছিলাম
আমি পচেছি
এখন দেখছি
সবাই পচেছে
পচন ধরা সমাজের
মেরুদন্ডটাও পচেছে
বেঁচে নেই কিছু
বেঁচে আছে শুধু
বেঁচে থাকার অভিনয়
কিন্তু আমি এমন
অভিনয়কে ঘৃণা করি
তবে ভালোবাসি
মঞ্চ নাটকের অভিনেতাদের
যারা পেটের দায়ে
অভিনয় করে
মানুষকে খেয়ে
ফেলার জন্য নয় |