পাঁচ হাজার বছর আগে
আমাকে পাঠানো
পাথরে লেখা চিঠিটা কিছুক্ষন আগে পেলাম
লেখাগুলো অবিকল আমার মতন
মনে হলো চিঠিটা কি লিখেছিলাম
আমিই তখন
এদিক ওদিক তাকিতে খুঁজছিলাম
ডাকপিয়নের দেওয়া সে সভ্যতার খাম
পড়তে পড়তে থমকে গেলাম
যখন দেখলাম  
ইতি টানা শেষটায় লেখা আছে  আমার নাম  |
খুব অদ্ভুত
প্রেরকও আমি
প্রাপকও আমি
জানিনা বেঁচে আছি নাকি মরে গেছি
নিজেকে নিয়ে তখন নিজেই সন্ধিহান
ঠিক বুঝছিনা  
আমি ইতিহাস নাকি বর্তমান
ভাবনাটা তখন শুন্যে ভাসিয়ে দেহ
ভবিষ্যত সংকোচে দোদুল্যমান |