সমাজে কখনো পচন ধরেনা
পচন ধরে মানুষের মনে
দূষিত রক্তে আর ভঙ্গুর অস্থি মর্জ্জায়
যেখানে মানুষের রক্ত মানুষ শুকুনির মতো ব্যবচ্ছেদ করে খায়
অসংকোচিত ভাবনা সেখানে জমাট বাধেনা  বিবেকের আয়নায়
আমি গাধা বলছি যেমন
তেমন কেমন করে মানুষ অমানুষ হয়ে হয়ে যায় |  
আজ যাকে মানুষ বলি  
কাল দেখি সে মানুষ নেই
কেমন যেন গোলক ধাঁধার মৃত জনপদ
কেউ এসে মহানায়কের মতো চেঁচিয়ে বলেনা  
আমরা মানুষ, রক্তে মাংসে গড়া  জাগ্রত হোক শুভবোধ |
ঝুলন্ত মাকড়সার মতো মানুষ ঝুলে থাকে
যেখানে তার থাকার কথা নয় সেখানে
হয়তো লোভের চোরাবালিতে ফাঁসির মঞ্চের কাছে থাকে
তার বিচার হবে সেটাও সে জানে
তারপরও দোদুল্যমান বিভ্রান্ত
এখনও তাই চৌকাঠের বিছানায় বিবর্ণ আত্মাদের বলতে শুনি
অসতেরা আজ জনপ্রিয়, সতেরা আজ আক্রান্ত
হয়তো এটা মানুষের মনের মরচে ধরা  ছারপোকার ক্ষত
তবুও ভালো মানুষদের বেঁচে থাকার নিলর্জ্জের মতো
অভিনয় করে যেতে হয় অবিরত
প্রতিদিন অসত্যের সংখ্যা গরিষ্ঠতায় সত্যের বিচার হয়
সত্যেরা আজ সংখ্যালঘু,  তালপাতার পাখায় তাই এখনো দেখি
বিচারের বাণী নিভৃতে কেঁদে বেড়ায়  |
আমি এসেছি সুসংবাদ নিয়ে
সত্যের পক্ষে,  সততার পক্ষে
যদি তোমরাও আমার হাতে রাখো হাত
একবার হলেও মরার আগে রুখে দাঁড়িয়ে বলো দুর্নীতি নিপাত যাক
সত্যেরা মুক্তি পাক
যে কলংকের দাগ লেগেছে কপালে তা মুছে যাক
সংগীতের রাগ অনুরাগ
মানুষকে আবার নতুন করে আকাশ দেখাক |
হয়তো  মৃত্যু হবে,  সে মৃত্যু অমৃত সমান
নিশ্চিতভাবে উদারতার অঙ্গীকার  
মনে রেখো ভীরুরা বার বার মরে
সাহসীরা মরে একবার |