আমি চিৎকার করে বললাম আমি মানুষ
আমি তোমাদের মতো মানুষ
রক্ত মাংসে গড়া একজন নিরেট মানুষ
সবাই অবাক,  এখন নাকি মানুষ বলা পাপ
যান্ত্রিক গাড়ির ভিড়ে এখন নাকি  ঠেলা গাড়ি চালানোটাই  অভিশাপ |
থেমে গেলাম আমি
যেমন থেমে যায় জীবনের সময়
যখন মৃত্যু এসে মানুষ মৃতদেহ হয়
তারপরও খুব চেঁচিয়ে বললাম
আমাকে চিনতে পারছোনা তোমরা,  আমি মানুষ
মানুষ আমি মানুষ
আমাকে লাশকাটা ঘরে ছুঁড়ে ফেলনা
আমিতো এখনো বেঁচে আছি
তোমাদের মনের কাছাকাছি |
নিমিষেই ধূসর ধূলি ঝড়ের নির্মম আঘাতে  নিভে গেলো টিম টিম
করে কেরোসিনের তেলে জ্বলে উঠা টিনের কুপিটা
যান্ত্রিক ঝাড়বাতিটা ভেঙে পড়লো  জলসাঘরের
দামি ডায়মন্ড পাথরের আয়নায়
চারিদিকে তাকিয়ে দেখি,  সবগুলো পচা লাশ
যেমন পচে যায় সময় নষ্টের খাতায় |
মানুষ খুঁজি
মানুষের আদলের মানুষ
তবু
যতই সামনে যাই
মাটির কাদামাটি চেয়ে দেখে গভীরতায়
সবখানেই শুন্যতা, নিঃসম হাহাকার
কোথাও তো কেউ নাই
তবে কি একাই
বেঁচে আছি আমি
নাকি  ময়না তদন্ত করবে বলে  আমার,  মৃত্য দেহগুলো
এখনো স্থির চোখে বসে  আছে অধীর প্রতীক্ষায় |